সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঈদুল আযহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৭ দিন বন্ধ  

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

ঈদুল আযহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৭ দিন বন্ধ  

ঈদ-উল-আযহা উপলক্ষে এবং সাপ্তাহিক ছুটিসহ মোট ৭দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর। এ সময়ে শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ। 

তবে এসময় পুলিশ ইমিগ্রেশন খোলা থাকায় পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা।

এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে উভয় দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে বন্ধের কথা জানান কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন। চিঠিতে আগামী ১৫জুন শনিবার থেকে ২০ জুন বৃহস্পতিবার পর্যন্ত বুড়িমারী স্থলশুল্ক স্টেশনে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকার কথা বলা হয়। 

২১ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ৭দিন এ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। আগামী ২২ জুন শনিবার যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে ।

টিএইচ